আজকের পত্রিকা ডেস্ক

চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’

চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে