আজকের পত্রিকা ডেস্ক

চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’

চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১২ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩১ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে