নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।
রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।
রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে