খুলনা প্রতিনিধি

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এস এম সাজিদ হাসান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে ময়লাপোতা সোনাপোতা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।
বর্তমানে আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যানবাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজারসংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিকশাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারার বাসায় যাওয়ার জন্য রওনা হন। এ সময়ে একটি মোটরসাইকেলে থাকা দুজন তাঁদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাঁকে বহনকারী রিকশাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড় দেন।
কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দুজনের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদের বাঁ কোমরে এবং অপরটি ডান পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর সমস্ত শরীর কুপিয়ে জখম করে।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এস এম সাজিদ হাসান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে ময়লাপোতা সোনাপোতা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।
বর্তমানে আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যানবাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজারসংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিকশাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারার বাসায় যাওয়ার জন্য রওনা হন। এ সময়ে একটি মোটরসাইকেলে থাকা দুজন তাঁদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাঁকে বহনকারী রিকশাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড় দেন।
কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দুজনের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদের বাঁ কোমরে এবং অপরটি ডান পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর সমস্ত শরীর কুপিয়ে জখম করে।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে