
রাজধানীর গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা ঢুকতে বাধা দেওয়ার কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। এর আগে গুলশান সোসাইটিতে ঢুকতে বাধা দেন সোসাইটির লোকজন।
আজ সোমবার দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এদিকে যাঁরা আন্দোলনের ছবি বা ভিডিও করতে আসেন, বিক্ষোভ থেকে তাঁদের লাঠিপেটা করা হয়। ইতিমধ্যে এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এদিকে রিকশাচালকেরা রাস্তায় নেমে এলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চালাতে পারলে তাঁদের গুলশান সোসাইটি এলাকায় কেন ঢুকতে দেওয়া হবে না। তাঁরা তাঁদের ইচ্ছামতো সব সোসাইটিতেই রিকশা চালাতে চান।
এদিকে সোসাইটির লোকজনের দাবি, নির্দিষ্ট পোশাকে সোসাইটির নিবন্ধিত রিকশাচালকেরা সোসাইটিতে রিকশা চালালে সেটা সোসাইটির জন্য নিরাপদ। নিরাপত্তাজনিত কারণে তাঁরা বাইরের রিকশাচালকদের সোসাইটিতে ঢুকতে দিতে চান না।
বনানী থানা–পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গুলশান সোসাইটি ঘোষণা করে, ওই এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। কিন্তু সোসাইটির এ সিদ্ধান্ত মেনে নেননি রিকশাচালকেরা। তাঁরা গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালিয়ে যাচ্ছেন। আজ সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় ও বনানী এলাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটকে দেন। এতে চালকেরা ক্ষুব্ধ হন।
পরে তাঁরা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় যাঁরা আন্দোলনের ছবি ও ভিডিও তুলতে আসেন, তাঁদের লাঠিপেটা করেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যান।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বলেন, ‘গুলশান সোসাইটির লোকজন তাদের নিবন্ধিত রিকশা ছাড়া বাইরের রিকশা সোসাইটিতে ঢুকতে দিচ্ছিল না। এরপরে সোসাইটির বাইরের রিকশাচালকেরা বনানী ১১ নম্বর রোডের মাথায় ব্রিজের ওখানে সকাল থেকে অবস্থান করে। এখানে তাদের কিছু লোক অবস্থান করে বিক্ষোভ করছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে