Ajker Patrika

করোনা মোকাবিলায় নৌবাহিনীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
করোনা মোকাবিলায় নৌবাহিনীর মানবিক সহায়তা

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। নৌবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ঢাকার ভাষানটেক ও আশেপাশের এলাকায় ৪০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে চালনা, বুজবুনিয়া, বটিয়াঘাটা ও বারনপাড়া এলাকায় ৫০০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়া চট্টগ্রামের বানৌজা ভাটিয়ারীর তত্ত্বাবধানে ভাটিয়ারীর আশেপাশের এলাকার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত