Ajker Patrika

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯: ৩৭
ফায়ার সার্ভিস সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ছবি: ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ছবি: ফায়ার সার্ভিস।

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এর আগে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৭টি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...