Ajker Patrika

জাফলংয়ে গোসলে নেমে কিশোর পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
মো. মাহিম। ছবি: সংগৃহীত
মো. মাহিম। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে গোসল করতে নেমে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ আজ বুধবার বেলা দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে।

মারা যাওয়া মো. মাহিম (১৬) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিমসহ ৪০ জনের একটি দল বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে তলিয়ে যায়। পরে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘নাতি মাহিম ও তার ছোট ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। আমার নাতিকে হারিয়ে ফেলেছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত