নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।

ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে