নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৭ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৩৯ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে