Ajker Patrika

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের চারজনসহ নিহত ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৫, ১৭: ৩০
মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের চারজনসহ নিহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ বৃহস্পতিবার দুপুরে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আহত কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আফসানা (২০), তাঁর বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। নিহত অ্যাম্বুলেন্সচালকের নাম মাহাবুব সরদার (২৮)।

পুলিশ জানিয়েছে, আফসানা ঘটনাস্থলেই মারা যান। অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা অ্যাম্বুলেন্সযাত্রী স্বর্ণা আক্তার জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের সবার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। ২৩ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁর পরিবারের ১০ জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ফেটে যায়। এরপর রাস্তার ডান পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করছিলেন চালক।

অ্যাম্বুলেন্স মেরামতের কাজ করায় কয়েকজন যাত্রী বের হয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন। অন্যরা ভেতরে বসে ছিলেন। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা নিহত হন। তবে প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বা নারীর সর্বশেষ অবস্থা জানা যায়নি।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স। ছবি: আজকের পত্রিকা

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের একজন নারী যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা গুরুতর ছিল।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি, যাত্রীরা অ্যাম্বুলেন্সটির পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসটি হাইওয়ে থানায় জব্দ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত