নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন।
কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়।
নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’
এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন।
কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়।
নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’
এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি।

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
সরকারি বরাদ্দ নয়ছয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের আরেকটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে