নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন।
কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়।
নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’
এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সকাল ৯ থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ৫ শতাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন।
কুড়িগ্রামের গোপারানী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন নবী আলী। কামিল পাস করে ১৯৯৩ সালে শুরু করেছিলেন শিক্ষকতা। চাকরি জীবনের শুরুতে মাদ্রাসা থেকে পেতেন মাত্র ৭০০ টাকা। যা এখন হয়েছে ২৫০০ টাকায়।
নবী আলী বলেন, ‘কামিল পাস করে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় এসেছিলাম। ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠান সরকারি হবে, হয়, হচ্ছে শুনছি। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতে হয়। যা বেতন পাই সেটা মানুষকে বলার মতো না। তাই আজ বাধ্য হয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দিয়েছি।’
এ অনশনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক শিক্ষক অংশ নিয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব মো. তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অবহেলিত। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয় কর্ম দাবি করেছিলেন। কিন্তু জাতীয় কর্ম দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয় নাই।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা বলেন, ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাঁরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অনশন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেইস চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাসের প্রজ্ঞাপন জারি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১৮ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে