বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।

কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৪ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৬ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৮ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৪২ মিনিট আগে