ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সুমন মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার প্রতারণা মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওসি ওবায়দুর রহমান বলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সুমন ও তাঁর পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম দিলীপ বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে। প্রসঙ্গত, আসামি সুমন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা–পুলিশ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সুমন মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার প্রতারণা মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওসি ওবায়দুর রহমান বলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সুমন ও তাঁর পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম দিলীপ বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে। প্রসঙ্গত, আসামি সুমন মিয়া উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা–পুলিশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৮ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১১ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
৩৮ মিনিট আগে