ভোলা সংবাদদাতা

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার সরকারি অফিস-আদালত খুললেও এখনো ঈদের আমেজ কাটেনি ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের।
রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের অনেক চিকিৎসকের কক্ষেই তালা ঝুলছে। তাঁরা ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে ফেরেননি। ফলে রোগীরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে বহু রোগী সকাল থেকে চিকিৎসকের অপেক্ষায়। কিন্তু চিকিৎসকের দেখা পাননি।
হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের অপেক্ষা করছেন আবু ছায়েদ নামে ষাটোর্ধ্ব এক রোগী। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই ক্ষুদ্র ব্যবসায়ী ছায়েদ বলেন, ‘পায়ের সমস্যা নিয়ে আমি সকাল ৯টায় হাসপাতালে এসে টিকিট কেটে বসে আছি। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা পাইনি।’

একইভাবে ওই কক্ষের সামনে শরীর ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে সকাল ৯টা থেকে মেঝেতে বসে আছেন পশ্চিম ইলিশা ইউনিয়নের হোমিও চিকিৎসক ইব্রাহিম খলিল (৩৮)। তিনিও ডাক্তার দেখাতে পারেননি।
চর সামাইয়া ইউনিয়নের বাবুল নামের এক বৃদ্ধ বলেন, ‘আমার আঙুলের ব্যথা নিয়ে সকাল সোয়া ৯টায় এসেছি হাসপাতালে। অথচ ডাক্তার না থাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালেই অবস্থান করছি।’
শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বৃদ্ধা মারফাজা বেগম (৬০) পায়ে ব্যথা নিয়ে সকাল ১০টায় এসে চিকিৎসকের অপেক্ষায় বসে আছেন। কিন্তু চিকিৎসকের দেখা পাননি তিনি।
একই গ্রামের গৃহবধূ আনজু বলেন, ‘আমি জ্বর ও কোমরব্যথা নিয়ে দুই দিন ধরে হাসপাতালে এসে ডাক্তারের দেখা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাইয়েবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ডাক্তারসহ আমাদের একটা মিটিং ছিল। তাই কিছুক্ষণের জন্য হয়তো চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। এ ছাড়া এই হাসপাতালে চিকিৎসকের সংকটও রয়েছে। তবে এর মধ্যেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার সরকারি অফিস-আদালত খুললেও এখনো ঈদের আমেজ কাটেনি ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের।
রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের অনেক চিকিৎসকের কক্ষেই তালা ঝুলছে। তাঁরা ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে ফেরেননি। ফলে রোগীরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে বহু রোগী সকাল থেকে চিকিৎসকের অপেক্ষায়। কিন্তু চিকিৎসকের দেখা পাননি।
হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের অপেক্ষা করছেন আবু ছায়েদ নামে ষাটোর্ধ্ব এক রোগী। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই ক্ষুদ্র ব্যবসায়ী ছায়েদ বলেন, ‘পায়ের সমস্যা নিয়ে আমি সকাল ৯টায় হাসপাতালে এসে টিকিট কেটে বসে আছি। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা পাইনি।’

একইভাবে ওই কক্ষের সামনে শরীর ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে সকাল ৯টা থেকে মেঝেতে বসে আছেন পশ্চিম ইলিশা ইউনিয়নের হোমিও চিকিৎসক ইব্রাহিম খলিল (৩৮)। তিনিও ডাক্তার দেখাতে পারেননি।
চর সামাইয়া ইউনিয়নের বাবুল নামের এক বৃদ্ধ বলেন, ‘আমার আঙুলের ব্যথা নিয়ে সকাল সোয়া ৯টায় এসেছি হাসপাতালে। অথচ ডাক্তার না থাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালেই অবস্থান করছি।’
শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বৃদ্ধা মারফাজা বেগম (৬০) পায়ে ব্যথা নিয়ে সকাল ১০টায় এসে চিকিৎসকের অপেক্ষায় বসে আছেন। কিন্তু চিকিৎসকের দেখা পাননি তিনি।
একই গ্রামের গৃহবধূ আনজু বলেন, ‘আমি জ্বর ও কোমরব্যথা নিয়ে দুই দিন ধরে হাসপাতালে এসে ডাক্তারের দেখা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাইয়েবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ডাক্তারসহ আমাদের একটা মিটিং ছিল। তাই কিছুক্ষণের জন্য হয়তো চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। এ ছাড়া এই হাসপাতালে চিকিৎসকের সংকটও রয়েছে। তবে এর মধ্যেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
২৪ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
২৭ মিনিট আগে