দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় পূর্বশত্রুতার জেরে মো. লাল মিয়া হাওলাদার (৫৫) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
লাল মিয়া হাওলাদার ওই গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। লাল মিয়া জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, লাল মিয়ার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে গরুতে খেতের ধানগাছ খেয়ে ফেলা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে রাকিব ও রাহাতসহ তিন-চারজন লাল মিয়াকে মাটিতে শুইয়ে এলোপাতাড়ি কোপান। এতে লাল মিয়ার দুই পায়ের গোড়ালির রগ কেটে যায় এবং পায়ের বিভিন্ন স্থানে জখম হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে লাল মিয়াকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমিজমার সমস্যা অনেক আগেই সমাধান হয়ে গেছে। জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে আমার বাবাকে একা পেয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। বাবা সুস্থ হলে আইনের আশ্রয় নেব।’
এ বিষয় জানতে জাহাঙ্গীর মাতুব্বরের বাসায় একাধিকবার গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।
পটুয়াখালীর দশমিনায় পূর্বশত্রুতার জেরে মো. লাল মিয়া হাওলাদার (৫৫) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
লাল মিয়া হাওলাদার ওই গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। লাল মিয়া জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, লাল মিয়ার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে গরুতে খেতের ধানগাছ খেয়ে ফেলা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে রাকিব ও রাহাতসহ তিন-চারজন লাল মিয়াকে মাটিতে শুইয়ে এলোপাতাড়ি কোপান। এতে লাল মিয়ার দুই পায়ের গোড়ালির রগ কেটে যায় এবং পায়ের বিভিন্ন স্থানে জখম হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে লাল মিয়াকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমিজমার সমস্যা অনেক আগেই সমাধান হয়ে গেছে। জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে আমার বাবাকে একা পেয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। বাবা সুস্থ হলে আইনের আশ্রয় নেব।’
এ বিষয় জানতে জাহাঙ্গীর মাতুব্বরের বাসায় একাধিকবার গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।
ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১১ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
২৪ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
৩৮ মিনিট আগে