
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, ‘জুলাইকে আমরা বিপ্লব বলব নাকি অভ্যুত্থান—এটা অনেকের প্রশ্ন। তবে দুটোর যে পার্থক্য, সে অনুযায়ী আমি প্রথম থেকেই এটিকে বিপ্লব বলে আসছি। তবে বিপ্লব ৩৬ দিনে হয় না, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। আমরা এখনো সে প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যত দিন না অভ্যন্তরীণ ও বাহ্যিক বিপদ কাটবে, তত দিন বিপ্লব চলবে।’
মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিপদ হচ্ছে, যেসব ফ্যাসিস্ট আমলের ব্যক্তিরা এখনো রয়ে গেছে; তারা অভ্যন্তরীণ বিপদ ঘটাতে পারে এবং বাহ্যিক বিপদ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। প্রতিবেশী বহিঃশক্তির হুমকি মোকাবিলায় দেশের স্বাধীনতা রক্ষার্থে আমাদের তরুণদের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।’
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আপনারা যদি জুলাই স্পিরিটকে ধারণ করতে না পারেন, তাহলে দয়া করে আপনাদের পদ ছেড়ে দেন। কেউ যদি জুলাই স্পিরিটের বাইরে গিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা তাদের প্রতিহত করব। জুলাই স্পিরিট যদি ১০ জন ধারণ করে, তাহলে ১০ জনকে দিয়েই কাজ চালান। কিন্তু যারা এর বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো আপস নয়।’
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যারা ফ্যাসিস্টদের পক্ষে ছিল এবং জুলাই আন্দোলনে বিরোধিতা করেছিল, তাদের চিহ্নিত করতে আমি চার মাস আগে কমিটি গঠন করেছি। আমি সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে অনুষ্ঠানে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া, এক মিনিট নীরবতা পালন ও বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৬ মিনিট আগে