যশোর প্রতিনিধি

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল মুন্সী (৪২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াত কর্মী ছিলেন। সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনেরা দাবি, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচন হন সজল। কমিটি গঠন করা নিয়ে তাঁর বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে তাদের ধারণা। মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনেরা জানান, সার গোডাউনের সামনে সজলের স্যানিটারি দোকান রয়েছে। আজ মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
গাজির বাজারে ব্যবসায়ী ও নিহতের ভাগনে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিল। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
প্রসঙ্গত, আমিনুল ইসলাম সজলসহ এক মাসে যশোরে নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল মুন্সী (৪২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াত কর্মী ছিলেন। সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনেরা দাবি, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচন হন সজল। কমিটি গঠন করা নিয়ে তাঁর বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে তাদের ধারণা। মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনেরা জানান, সার গোডাউনের সামনে সজলের স্যানিটারি দোকান রয়েছে। আজ মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
গাজির বাজারে ব্যবসায়ী ও নিহতের ভাগনে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিল। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
প্রসঙ্গত, আমিনুল ইসলাম সজলসহ এক মাসে যশোরে নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৪ ঘণ্টা আগে