নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে স্ত্রী, কন্যা ও শাশুড়ির সামনে দুই সহদোরের ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার দিলখুসাবাগে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে পৌর এলাকার মজিদপুরে থাকতেন।
নিহতের স্ত্রী ইশা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও মাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে দিলখুসাবাগে একটি মুরগির দোকান থেকে মুরগি কিনছিলাম। এ সময় আমাদের পূর্বপরিচিত বাশার নামে এক যুবকসহ আরও একজন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখেই বাশার কথা আছে বলে তাঁর কাছে যেতে বলেন। আমি তাঁর কাছে যেতে না চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এ অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি আমার স্বামীকে জানাই। তিনি পাশের একটি মার্কেটে ছিলেন। আমি মোবাইল ফোনে বিষয়টি জানানোর পরপরই আমার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি বাশারের কাছে ঘটনা জানতে চান। ওই মুহূর্তে বাশারের ভাই ওবায়দুরও সেখানে পৌঁছান। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বাশার ও ওবায়দুর মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
বাশার ও তাঁর ভাই ওবায়দুরের সঙ্গে আপনার স্বামী বা আপনার কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে ইশা বলেন, ‘আমার জানা নেই।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘গতকাল রাতে দিলখুসাবাগ এলাকায় রুবেল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকার সাভারে স্ত্রী, কন্যা ও শাশুড়ির সামনে দুই সহদোরের ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার দিলখুসাবাগে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে পৌর এলাকার মজিদপুরে থাকতেন।
নিহতের স্ত্রী ইশা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও মাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে দিলখুসাবাগে একটি মুরগির দোকান থেকে মুরগি কিনছিলাম। এ সময় আমাদের পূর্বপরিচিত বাশার নামে এক যুবকসহ আরও একজন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখেই বাশার কথা আছে বলে তাঁর কাছে যেতে বলেন। আমি তাঁর কাছে যেতে না চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এ অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি আমার স্বামীকে জানাই। তিনি পাশের একটি মার্কেটে ছিলেন। আমি মোবাইল ফোনে বিষয়টি জানানোর পরপরই আমার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি বাশারের কাছে ঘটনা জানতে চান। ওই মুহূর্তে বাশারের ভাই ওবায়দুরও সেখানে পৌঁছান। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বাশার ও ওবায়দুর মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
বাশার ও তাঁর ভাই ওবায়দুরের সঙ্গে আপনার স্বামী বা আপনার কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে ইশা বলেন, ‘আমার জানা নেই।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘গতকাল রাতে দিলখুসাবাগ এলাকায় রুবেল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩৪ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৭ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে