ময়মনসিংহ প্রতিনিধি

জোরেশোরে ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারেনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এতে বিভিন্ন এলাকার মানুষকে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও পরদিন রোববার দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
ঈদের দিন বেলা ৩টার দিকে নগরীর টাউন হল তৈমর টাওয়ারের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ ঘোষণা দিয়েছিলেন নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওই দিন রাত ৮টার মধ্যে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী সম্পন্ন করবেন ৩৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ। কিন্তু অভিযোগ উঠেছে, অভিজাত কয়েকটি এলাকার বর্জ্য সুন্দরভাবে অপসারণ করা হলেও বেশির ভাগ এলাকার বর্জ্য মানুষের বাসা-বাড়ির সামনে এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এতে দুর্গন্ধে বাসাবাড়ির মানুষ ও পথচারীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রোববার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় সিটি করপোরেশনের পাঁচ-সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে বর্জ্য অপসারণ করতে দেখা যায়।
সেখানকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রোববার বেলা ১১টা পর্যন্ত সানকিপাড়ার রাস্তাঘাটে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। যদিও সকালে এসে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করেন।
প্রতিবছরের মতো এবারও নগরের চামড়াগুদাম এলাকায় অর্ধশতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ৩০-৪০ হাজার চামড়া ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
পথচারী আবুল হাসেম বলেন, ‘চামড়া থেকে পানি রাস্তার মাঝখানে চলে এসেছে, এতে চরম দুর্গন্ধ হচ্ছে। সিটি করপোরেশন কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করছে না। তারা দায়িত্ব পালন করলে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত চামড়ার উচ্ছিষ্ট রাস্তায় পড়ে থাকত না।’
রাজিয়া ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার ফুটপাতের ওপর স্তূপ করে চামড়া সংরক্ষণ করায় দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা যাচ্ছে না। বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। অন্তত সিটি করপোরেশন যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিত, তাহলেও আমাদের ভোগান্তি কম হতো।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ বলেন, ‘ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে আমি রাত ১০টা পর্যন্ত সরেজমিন থেকে কাজ করেছি। তার পরেও দুই-এক জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করছি। চামড়াগুদামের ব্যবসায়ীরাই চাচ্ছিলেন ঈদের দুই দিন পর যেন আমরা বর্জ্য অপসারণ করতে যাই। কিন্তু আজ দুপুরেই সেখানে আমাদের লোকজন পাঠিয়ে বর্জ্য অপসারণ করছি। তবে সব কাজেই আমি আন্তরিক, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।’

জোরেশোরে ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারেনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এতে বিভিন্ন এলাকার মানুষকে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও পরদিন রোববার দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
ঈদের দিন বেলা ৩টার দিকে নগরীর টাউন হল তৈমর টাওয়ারের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ ঘোষণা দিয়েছিলেন নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওই দিন রাত ৮টার মধ্যে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী সম্পন্ন করবেন ৩৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ। কিন্তু অভিযোগ উঠেছে, অভিজাত কয়েকটি এলাকার বর্জ্য সুন্দরভাবে অপসারণ করা হলেও বেশির ভাগ এলাকার বর্জ্য মানুষের বাসা-বাড়ির সামনে এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এতে দুর্গন্ধে বাসাবাড়ির মানুষ ও পথচারীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রোববার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় সিটি করপোরেশনের পাঁচ-সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে বর্জ্য অপসারণ করতে দেখা যায়।
সেখানকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রোববার বেলা ১১টা পর্যন্ত সানকিপাড়ার রাস্তাঘাটে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। যদিও সকালে এসে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করেন।
প্রতিবছরের মতো এবারও নগরের চামড়াগুদাম এলাকায় অর্ধশতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ৩০-৪০ হাজার চামড়া ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
পথচারী আবুল হাসেম বলেন, ‘চামড়া থেকে পানি রাস্তার মাঝখানে চলে এসেছে, এতে চরম দুর্গন্ধ হচ্ছে। সিটি করপোরেশন কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করছে না। তারা দায়িত্ব পালন করলে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত চামড়ার উচ্ছিষ্ট রাস্তায় পড়ে থাকত না।’
রাজিয়া ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার ফুটপাতের ওপর স্তূপ করে চামড়া সংরক্ষণ করায় দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা যাচ্ছে না। বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। অন্তত সিটি করপোরেশন যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিত, তাহলেও আমাদের ভোগান্তি কম হতো।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ বলেন, ‘ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে আমি রাত ১০টা পর্যন্ত সরেজমিন থেকে কাজ করেছি। তার পরেও দুই-এক জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করছি। চামড়াগুদামের ব্যবসায়ীরাই চাচ্ছিলেন ঈদের দুই দিন পর যেন আমরা বর্জ্য অপসারণ করতে যাই। কিন্তু আজ দুপুরেই সেখানে আমাদের লোকজন পাঠিয়ে বর্জ্য অপসারণ করছি। তবে সব কাজেই আমি আন্তরিক, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।’

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৫ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে