ময়মনসিংহ প্রতিনিধি

জোরেশোরে ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারেনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এতে বিভিন্ন এলাকার মানুষকে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও পরদিন রোববার দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
ঈদের দিন বেলা ৩টার দিকে নগরীর টাউন হল তৈমর টাওয়ারের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ ঘোষণা দিয়েছিলেন নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওই দিন রাত ৮টার মধ্যে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী সম্পন্ন করবেন ৩৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ। কিন্তু অভিযোগ উঠেছে, অভিজাত কয়েকটি এলাকার বর্জ্য সুন্দরভাবে অপসারণ করা হলেও বেশির ভাগ এলাকার বর্জ্য মানুষের বাসা-বাড়ির সামনে এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এতে দুর্গন্ধে বাসাবাড়ির মানুষ ও পথচারীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রোববার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় সিটি করপোরেশনের পাঁচ-সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে বর্জ্য অপসারণ করতে দেখা যায়।
সেখানকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রোববার বেলা ১১টা পর্যন্ত সানকিপাড়ার রাস্তাঘাটে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। যদিও সকালে এসে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করেন।
প্রতিবছরের মতো এবারও নগরের চামড়াগুদাম এলাকায় অর্ধশতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ৩০-৪০ হাজার চামড়া ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
পথচারী আবুল হাসেম বলেন, ‘চামড়া থেকে পানি রাস্তার মাঝখানে চলে এসেছে, এতে চরম দুর্গন্ধ হচ্ছে। সিটি করপোরেশন কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করছে না। তারা দায়িত্ব পালন করলে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত চামড়ার উচ্ছিষ্ট রাস্তায় পড়ে থাকত না।’
রাজিয়া ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার ফুটপাতের ওপর স্তূপ করে চামড়া সংরক্ষণ করায় দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা যাচ্ছে না। বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। অন্তত সিটি করপোরেশন যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিত, তাহলেও আমাদের ভোগান্তি কম হতো।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ বলেন, ‘ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে আমি রাত ১০টা পর্যন্ত সরেজমিন থেকে কাজ করেছি। তার পরেও দুই-এক জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করছি। চামড়াগুদামের ব্যবসায়ীরাই চাচ্ছিলেন ঈদের দুই দিন পর যেন আমরা বর্জ্য অপসারণ করতে যাই। কিন্তু আজ দুপুরেই সেখানে আমাদের লোকজন পাঠিয়ে বর্জ্য অপসারণ করছি। তবে সব কাজেই আমি আন্তরিক, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।’

জোরেশোরে ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারেনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এতে বিভিন্ন এলাকার মানুষকে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও পরদিন রোববার দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
ঈদের দিন বেলা ৩টার দিকে নগরীর টাউন হল তৈমর টাওয়ারের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ ঘোষণা দিয়েছিলেন নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওই দিন রাত ৮টার মধ্যে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী সম্পন্ন করবেন ৩৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ। কিন্তু অভিযোগ উঠেছে, অভিজাত কয়েকটি এলাকার বর্জ্য সুন্দরভাবে অপসারণ করা হলেও বেশির ভাগ এলাকার বর্জ্য মানুষের বাসা-বাড়ির সামনে এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এতে দুর্গন্ধে বাসাবাড়ির মানুষ ও পথচারীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রোববার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় সিটি করপোরেশনের পাঁচ-সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে বর্জ্য অপসারণ করতে দেখা যায়।
সেখানকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রোববার বেলা ১১টা পর্যন্ত সানকিপাড়ার রাস্তাঘাটে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। যদিও সকালে এসে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করেন।
প্রতিবছরের মতো এবারও নগরের চামড়াগুদাম এলাকায় অর্ধশতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ৩০-৪০ হাজার চামড়া ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
পথচারী আবুল হাসেম বলেন, ‘চামড়া থেকে পানি রাস্তার মাঝখানে চলে এসেছে, এতে চরম দুর্গন্ধ হচ্ছে। সিটি করপোরেশন কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করছে না। তারা দায়িত্ব পালন করলে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত চামড়ার উচ্ছিষ্ট রাস্তায় পড়ে থাকত না।’
রাজিয়া ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার ফুটপাতের ওপর স্তূপ করে চামড়া সংরক্ষণ করায় দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা যাচ্ছে না। বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। অন্তত সিটি করপোরেশন যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিত, তাহলেও আমাদের ভোগান্তি কম হতো।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ বলেন, ‘ঈদের দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে আমি রাত ১০টা পর্যন্ত সরেজমিন থেকে কাজ করেছি। তার পরেও দুই-এক জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করছি। চামড়াগুদামের ব্যবসায়ীরাই চাচ্ছিলেন ঈদের দুই দিন পর যেন আমরা বর্জ্য অপসারণ করতে যাই। কিন্তু আজ দুপুরেই সেখানে আমাদের লোকজন পাঠিয়ে বর্জ্য অপসারণ করছি। তবে সব কাজেই আমি আন্তরিক, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারব।’

কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৩ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে