আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় ছয়জন নিহতের ঘটনায় অভিযুক্ত চালক মোহাম্মদ নুরউদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, বাসটির ফিটনেস সনদ ছিল না, চালকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ।
আজ শনিবার বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, দুর্ঘটনার পর বাসচালক আত্মগোপনে সিদ্ধিরগঞ্জ লুকিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চালক মোহাম্মদ নুরউদ্দীন ১০ বছর ধরে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে আসছিলেন। তাঁর ড্রাইভিং লাইসেন্স দুই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়। সেই লাইসেন্স দিয়েই গাড়ি চালাচ্ছিলেন। বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না।
২৭ ডিসেম্বর সকাল সোয়া ১০টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালী যাচ্ছিল বেপারী পরিবহনের বাসটি। চালক ছিলেন নুরউদ্দীন। যাত্রীবোঝাই বাসটি নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তিনি। দ্রুত চালাচ্ছিলেন। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়ার পর ৪৫ মিনিটের মধ্যে তিনি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছান। সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় অপেক্ষায় থাকা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে চাপা দেন। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেট কারের মালিক নুর আলম (৪২), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেট কারের চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় নুরউদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার গ্রামের বাড়ি ভোলা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় ছয়জন নিহতের ঘটনায় অভিযুক্ত চালক মোহাম্মদ নুরউদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, বাসটির ফিটনেস সনদ ছিল না, চালকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ।
আজ শনিবার বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, দুর্ঘটনার পর বাসচালক আত্মগোপনে সিদ্ধিরগঞ্জ লুকিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চালক মোহাম্মদ নুরউদ্দীন ১০ বছর ধরে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে আসছিলেন। তাঁর ড্রাইভিং লাইসেন্স দুই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়। সেই লাইসেন্স দিয়েই গাড়ি চালাচ্ছিলেন। বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না।
২৭ ডিসেম্বর সকাল সোয়া ১০টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালী যাচ্ছিল বেপারী পরিবহনের বাসটি। চালক ছিলেন নুরউদ্দীন। যাত্রীবোঝাই বাসটি নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তিনি। দ্রুত চালাচ্ছিলেন। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়ার পর ৪৫ মিনিটের মধ্যে তিনি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছান। সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় অপেক্ষায় থাকা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে চাপা দেন। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেট কারের মালিক নুর আলম (৪২), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেট কারের চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় নুরউদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার গ্রামের বাড়ি ভোলা।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৪ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে