Ajker Patrika

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রিজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দবাজার, লুথার্ন হেলথকেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের বেশি পথচারীকে কামড়ে আহত করেছে পাগলা কুকুর।

আহত কয়েকজন হলেন আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) ও আ. লতিফ খান (৯৫)। আহত ব্যক্তিরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুর দৌড়ে এসে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। কুকুর এতটাই হিংস্র ছিল যে, সামনে যাঁকে পেয়েছে তাঁকেই কামড় দিয়েছে।

দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় পাগলা কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক বলেন, ‘এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নেই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনেরা ভ্যাকসিন সংগ্রহ করেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।’

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু শনিবার

‘প্রয়োজনের তাগিদে’ তারেক রহমানে আস্থা দিল্লির, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত