নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবরুদ্ধের এক মাস পর জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
আজ শনিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি করা হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতারুল বলেন, আসামি অ্যাডভোকেট তৌফিকা করিমের নামে বৈধ আয়বহির্ভূতভাবে অর্জন করা ৫৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৯৮ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। যে কারণে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এর বিপরীতে বৈধ আয়ের উৎসে রয়েছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকা।
মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিকা করিমের নিজ নামে ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে এসব লেনদেনের বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে তিনি এই বিপুল সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
এ ছাড়া, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নামে ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিকানা অর্জন, ইউনাইটেড ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসিতে ৫ কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং অন্যান্য নামে বিপুল আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
তৌফিকা করিম নিজের নামে থাকা অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন, এমন সন্দেহে ব্যাংকে থাকা অর্থ অবরুদ্ধ করতে গত ২৩ এপ্রিল আবেদন করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তৌফিকা করিমের নিজ নামে থাকা ৩৮ ব্যাংক হিসাবে থাকা ৪১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩১৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত। এর আগে একই আদালত গত ৬ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

অবরুদ্ধের এক মাস পর জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
আজ শনিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি করা হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতারুল বলেন, আসামি অ্যাডভোকেট তৌফিকা করিমের নামে বৈধ আয়বহির্ভূতভাবে অর্জন করা ৫৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৯৮ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। যে কারণে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এর বিপরীতে বৈধ আয়ের উৎসে রয়েছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকা।
মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিকা করিমের নিজ নামে ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে এসব লেনদেনের বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে তিনি এই বিপুল সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
এ ছাড়া, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নামে ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিকানা অর্জন, ইউনাইটেড ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসিতে ৫ কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং অন্যান্য নামে বিপুল আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
তৌফিকা করিম নিজের নামে থাকা অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন, এমন সন্দেহে ব্যাংকে থাকা অর্থ অবরুদ্ধ করতে গত ২৩ এপ্রিল আবেদন করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তৌফিকা করিমের নিজ নামে থাকা ৩৮ ব্যাংক হিসাবে থাকা ৪১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩১৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত। এর আগে একই আদালত গত ৬ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে