নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে