ঢাবি সংবাদদাতা

রাজশাহীগামী একটি চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি দল। এতে সংহতি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ধর্ষণের বিচারহীনতার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এর জন্য দায়ী করেন। সমাবেশে নারী সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া আক্তার বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন সফল হয় ৫ আগস্ট। সেই সাফল্যের পর আজ একুশে ফেব্রুয়ারিতে আমরা নারী নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। ধর্ষকেরা ছাড় পেয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলে রাব্বি বলেন, ‘নারীদের প্রতি আমাদের দেশে যত অপরাধ হয় এসবের দায় নিলে বেঁচে থাকা সম্ভব না। বাংলাদেশে ধর্ষণের বহু ঘটনা আছে। আমরা এগুলো নিয়ে কত দিন দাঁড়াব। দায়বদ্ধ প্রতিষ্ঠান যদি এগিয়ে না আসে এগুলো থামবে না।’
ফজলে রাব্বি আরও বলেন, ‘অপরাধীদের আশ্রয় দেয় বিভিন্ন রাজনৈতিক নেতারা। ফলে প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম রাজপথে নামি তনু ধর্ষণের বিচার চেয়ে, যার সুরাহা এখনো হয়নি। নারীকে ধর্ষণ করলে আমরা তা বলতেও দ্বিধা করি। নারীকে এ দেশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিচার করে। সুযোগ পেলেই ধর্ষণ করে। আমার মাঝে মাঝে মনে হয় জন্মেছি ধর্ষিত হওয়ার জন্যই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবার অধিকার থাকবে। নারীদের স্বাধীনতা থাকবে। কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী দেশ গড়ে ওঠেনি। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এ সরকারের সময়ে কোনো একটি প্রশাসন ঠিকঠাক কাজ করছে না। ফলে ধর্ষণ স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে মুদাসসির চৌধুরী আরও বলেন, ‘এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে এদেশে বারবার জুলাই-আগস্ট ফিরে আসবে।’

বিক্ষোভ সমাবেশে ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুম থেকে উঠুন’, ‘চলন্ত বাসে ধর্ষণ কেন?’ ‘অভ্যুত্থানের চেতনা, ধর্ষকের বাংলা না’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মুনতাসীর মামুন প্রমুখ।

রাজশাহীগামী একটি চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি দল। এতে সংহতি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ধর্ষণের বিচারহীনতার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এর জন্য দায়ী করেন। সমাবেশে নারী সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া আক্তার বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন সফল হয় ৫ আগস্ট। সেই সাফল্যের পর আজ একুশে ফেব্রুয়ারিতে আমরা নারী নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। ধর্ষকেরা ছাড় পেয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলে রাব্বি বলেন, ‘নারীদের প্রতি আমাদের দেশে যত অপরাধ হয় এসবের দায় নিলে বেঁচে থাকা সম্ভব না। বাংলাদেশে ধর্ষণের বহু ঘটনা আছে। আমরা এগুলো নিয়ে কত দিন দাঁড়াব। দায়বদ্ধ প্রতিষ্ঠান যদি এগিয়ে না আসে এগুলো থামবে না।’
ফজলে রাব্বি আরও বলেন, ‘অপরাধীদের আশ্রয় দেয় বিভিন্ন রাজনৈতিক নেতারা। ফলে প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম রাজপথে নামি তনু ধর্ষণের বিচার চেয়ে, যার সুরাহা এখনো হয়নি। নারীকে ধর্ষণ করলে আমরা তা বলতেও দ্বিধা করি। নারীকে এ দেশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিচার করে। সুযোগ পেলেই ধর্ষণ করে। আমার মাঝে মাঝে মনে হয় জন্মেছি ধর্ষিত হওয়ার জন্যই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবার অধিকার থাকবে। নারীদের স্বাধীনতা থাকবে। কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী দেশ গড়ে ওঠেনি। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এ সরকারের সময়ে কোনো একটি প্রশাসন ঠিকঠাক কাজ করছে না। ফলে ধর্ষণ স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে মুদাসসির চৌধুরী আরও বলেন, ‘এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে এদেশে বারবার জুলাই-আগস্ট ফিরে আসবে।’

বিক্ষোভ সমাবেশে ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুম থেকে উঠুন’, ‘চলন্ত বাসে ধর্ষণ কেন?’ ‘অভ্যুত্থানের চেতনা, ধর্ষকের বাংলা না’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মুনতাসীর মামুন প্রমুখ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে