নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ বাহিনীর হাতে এখন থেকে ভারী মারণাস্ত্র দেখা না গেলেও তাদের বিশেষ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের হাতে এ ধরনের অস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার ঢাকার উত্তরায় এপিবিএন ও র্যাব-১-এর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মারণাস্ত্র অর্থাৎ বড় ধরনের হাতিয়ারগুলো পুলিশের হাতে থাকবে না। এপিবিএনের রোল আলাদা, তাদের জন্য কিছু ভিন্ন অস্ত্রের প্রয়োজন হয়। পুলিশের অন্য ইউনিটের তুলনায় তাদের দায়িত্ব ভিন্ন।
‘যদি দেশের নিরাপত্তার প্রয়োজনে যুদ্ধ করতে হয়, তখন এপিবিএন বাহিনী সেনাবাহিনীর সঙ্গে ফ্রন্টলাইনে কাজ করবে। তাই তাদের জন্য আলাদা অস্ত্রের প্রয়োজন। যেমন নৌ পুলিশের প্রয়োজন জলযান। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য প্রয়োজন ভিন্ন সরঞ্জামের।’
গত ১২ মে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এসব অস্ত্র জমা দিতে হবে। তবে সেই সিদ্ধান্তে এপিবিএন ছিল না।
সে ক্ষেত্রে পুলিশের হাতে এখন থেকে কী ধরনের অস্ত্র থাকবে, সাংবাদিকেরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্ন করেন।
জবাবে তিনি বলেন, ‘মারণাস্ত্র বলতে আমরা বড় ধরনের অস্ত্র বুঝিয়েছি। রাইফেল তো থাকবেই। আজকাল তো চাকুও মারণাস্ত্র হিসেবে গণ্য হয়। সেটা দিয়েও মানুষ খুন করা হয়।’
‘আমার বিরুদ্ধে কিছু পেলেও লিখে ফেলেন’
এদিন সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘এবারের ঈদে কোনো বড় ধরনের খারাপ ঘটনা ঘটেনি। দু-একটি চুরি বা ছিনতাই ছাড়া পরিস্থিতি ভালো ছিল।’
চলতি বছরের প্রথম চার মাসে সাড়ে তিন শর বেশি খুনের ঘটনা ঘটেছে—পুলিশ সদর দপ্তরের দেওয়া এই তথ্য সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হত্যা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে তা কমানো যায়। সাংবাদিকেরাও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।
‘দুর্নীতি আর মাদক নির্মূলে আপনারা ইতিবাচক সংবাদ প্রচার করলে কাজটি সহজ হবে। এমনকি আমি বা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সাহেবের বিরুদ্ধেও যদি কিছু পান, লিখে ফেলেন।’
র্যাবের পোশাকে ছিনতাইয়ের ঘটনা
শনিবার সকালে উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপরাধী যদি র্যাবের হয়, তাহলে ছাড় পাবে না। অনেক সময় র্যাব-পুলিশের পোশাক পরে অপরাধ করা হয়। তারা কেউই ছাড় পাবে না।’
ভারতের পুশ ইন নিয়ে সরকারের উদ্বেগ
ভারত থেকে বাংলাদেশে পুশ ইন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি, যথাযথ নিয়ম না মেনে কাউকে পাঠানো যাবে না। জঙ্গলের ভেতর, লেক বা নদীতে ফেলে দেওয়া অমানবিক কাজ। আমরা শক্ত প্রতিবাদ জানিয়েছি।
‘আমাদের কোনো নাগরিক যদি ভারতে থাকে, আমরা নেব, তবে নিয়ম মেনে নিতে হবে। তেমনি ভারতের কোনো নাগরিক থাকলে, আমরাও নিয়ম মেনে ফেরত পাঠাব।’

পুলিশ বাহিনীর হাতে এখন থেকে ভারী মারণাস্ত্র দেখা না গেলেও তাদের বিশেষ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের হাতে এ ধরনের অস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার ঢাকার উত্তরায় এপিবিএন ও র্যাব-১-এর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মারণাস্ত্র অর্থাৎ বড় ধরনের হাতিয়ারগুলো পুলিশের হাতে থাকবে না। এপিবিএনের রোল আলাদা, তাদের জন্য কিছু ভিন্ন অস্ত্রের প্রয়োজন হয়। পুলিশের অন্য ইউনিটের তুলনায় তাদের দায়িত্ব ভিন্ন।
‘যদি দেশের নিরাপত্তার প্রয়োজনে যুদ্ধ করতে হয়, তখন এপিবিএন বাহিনী সেনাবাহিনীর সঙ্গে ফ্রন্টলাইনে কাজ করবে। তাই তাদের জন্য আলাদা অস্ত্রের প্রয়োজন। যেমন নৌ পুলিশের প্রয়োজন জলযান। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য প্রয়োজন ভিন্ন সরঞ্জামের।’
গত ১২ মে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এসব অস্ত্র জমা দিতে হবে। তবে সেই সিদ্ধান্তে এপিবিএন ছিল না।
সে ক্ষেত্রে পুলিশের হাতে এখন থেকে কী ধরনের অস্ত্র থাকবে, সাংবাদিকেরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্ন করেন।
জবাবে তিনি বলেন, ‘মারণাস্ত্র বলতে আমরা বড় ধরনের অস্ত্র বুঝিয়েছি। রাইফেল তো থাকবেই। আজকাল তো চাকুও মারণাস্ত্র হিসেবে গণ্য হয়। সেটা দিয়েও মানুষ খুন করা হয়।’
‘আমার বিরুদ্ধে কিছু পেলেও লিখে ফেলেন’
এদিন সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘এবারের ঈদে কোনো বড় ধরনের খারাপ ঘটনা ঘটেনি। দু-একটি চুরি বা ছিনতাই ছাড়া পরিস্থিতি ভালো ছিল।’
চলতি বছরের প্রথম চার মাসে সাড়ে তিন শর বেশি খুনের ঘটনা ঘটেছে—পুলিশ সদর দপ্তরের দেওয়া এই তথ্য সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হত্যা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে তা কমানো যায়। সাংবাদিকেরাও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।
‘দুর্নীতি আর মাদক নির্মূলে আপনারা ইতিবাচক সংবাদ প্রচার করলে কাজটি সহজ হবে। এমনকি আমি বা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সাহেবের বিরুদ্ধেও যদি কিছু পান, লিখে ফেলেন।’
র্যাবের পোশাকে ছিনতাইয়ের ঘটনা
শনিবার সকালে উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপরাধী যদি র্যাবের হয়, তাহলে ছাড় পাবে না। অনেক সময় র্যাব-পুলিশের পোশাক পরে অপরাধ করা হয়। তারা কেউই ছাড় পাবে না।’
ভারতের পুশ ইন নিয়ে সরকারের উদ্বেগ
ভারত থেকে বাংলাদেশে পুশ ইন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি, যথাযথ নিয়ম না মেনে কাউকে পাঠানো যাবে না। জঙ্গলের ভেতর, লেক বা নদীতে ফেলে দেওয়া অমানবিক কাজ। আমরা শক্ত প্রতিবাদ জানিয়েছি।
‘আমাদের কোনো নাগরিক যদি ভারতে থাকে, আমরা নেব, তবে নিয়ম মেনে নিতে হবে। তেমনি ভারতের কোনো নাগরিক থাকলে, আমরাও নিয়ম মেনে ফেরত পাঠাব।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে