কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
এসব অভিযোগ করে বুধবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল। ভুক্তভোগী নজরুল পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। নুরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে তিনি দাবি করেছেন, ট্রাক্টরটি তাঁর।
ভুক্তভোগী নজরুল বলেন, যুবদল নেতা বুলবুল তাঁর ট্রাক্টরটি ছয় মাসের জন্য ভাড়া নেন। ভাড়া চাইতে গেলে তিনি ৮-১০ জন ছেলে নিয়ে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, এই গাড়ি তাঁর। বেশি কথা বললে গুলি করে দেবে বলে হুমকি দেন।

পরে নজরুল পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন। থানা থেকে তাঁকে দুই মাস ধরে ঘোরানো হচ্ছে। নজরুল বলেন, ‘ভাড়ার প্রায় ১৫ লাখ টাকাসহ আমি আমার গাড়ি ফেরত চাই।’
অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘নজরুলের কোনো ট্রাক্টর আমি নিইনি। বরং আমার ট্রাক্টরটা ওর ইটখোলায় নিয়ে লুকিয়ে ফেলেছিল। পরে পুলিশ দিয়ে ট্রাক্টরটি উদ্ধার করে আনি। এখন সে আমার পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছে।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
এসব অভিযোগ করে বুধবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল। ভুক্তভোগী নজরুল পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। নুরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে তিনি দাবি করেছেন, ট্রাক্টরটি তাঁর।
ভুক্তভোগী নজরুল বলেন, যুবদল নেতা বুলবুল তাঁর ট্রাক্টরটি ছয় মাসের জন্য ভাড়া নেন। ভাড়া চাইতে গেলে তিনি ৮-১০ জন ছেলে নিয়ে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, এই গাড়ি তাঁর। বেশি কথা বললে গুলি করে দেবে বলে হুমকি দেন।

পরে নজরুল পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন। থানা থেকে তাঁকে দুই মাস ধরে ঘোরানো হচ্ছে। নজরুল বলেন, ‘ভাড়ার প্রায় ১৫ লাখ টাকাসহ আমি আমার গাড়ি ফেরত চাই।’
অভিযুক্ত যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘নজরুলের কোনো ট্রাক্টর আমি নিইনি। বরং আমার ট্রাক্টরটা ওর ইটখোলায় নিয়ে লুকিয়ে ফেলেছিল। পরে পুলিশ দিয়ে ট্রাক্টরটি উদ্ধার করে আনি। এখন সে আমার পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছে।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে