
নরসিংদীর সদর উপজেলায় একটি গ্যারেজের ভেতর অগ্নিদগ্ধ হয়ে চঞ্চল ভৌমিক (২৫) নামে এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’ হিসেবে ছড়িয়ে পড়লেও পুলিশ এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি।
নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি ওই গ্যারেজের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতেও ওই গ্যারেজের ভেতর ঘুমিয়েছিলেন চঞ্চল। গভীর রাতে গ্যারেজে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর চঞ্চলের অগ্নিদগ্ধ নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর চঞ্চলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক মিয়া গণমাধ্যমকে জানান, প্রাথমিক অবস্থায় শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও সিসিটিভি ফুটেজে ভিন্ন কিছু দেখা গেছে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাগজ ও কাপড় কুড়িয়ে গ্যারেজের সামনে আগুন ধরাচ্ছেন। তবে ফুটেজে ওই ব্যক্তির আচার-আচরণ দেখে তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। এই আগুন থেকেই গ্যারেজের মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্যারেজ মালিকের কাছ থেকে একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ভূঞাপুরের ঢাবিয়ান’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে সামনে রেখে সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
২৯ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মু্ক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাঁদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে নাজমিন আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। আজ রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে