পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পর্যায়ের নেতারা নিরাপত্তাসংকটে রয়েছেন। তাঁদের প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, অনেক নেতাকে সরকারিভাবে গানম্যান দেওয়া হয়েছে। তবে নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনের দায়িত্ব হবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। শুধু যাঁরা প্রকৃত অর্থে ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রে সীমিতভাবে বৈধ অস্ত্র রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, এটি দেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। অতীতের নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট ছাড়াই অনেকে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলে দেশ গভীর সংকটে পড়েছিল। পরিবর্তিত বাংলাদেশে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে নুর বলেন, এই নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে—সে লক্ষ্যেই এই নির্বাচন।
নিজের অনুভূতি প্রকাশ করে এ প্রার্থী বলেন, এই নির্বাচনে অংশ নিতে পারা আল্লাহর বিশেষ নিয়ামত। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করেন।
নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নুর বলেন, পটুয়াখালী-৩ আসনটি একটি পিছিয়ে পড়া এলাকা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন ও খেলার মাঠের সংকট রয়েছে। তরুণদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকেরা যেন সহজে সার ও কীটনাশক পান, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতা চলে আসছে। লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাঁর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পর্যায়ের নেতারা নিরাপত্তাসংকটে রয়েছেন। তাঁদের প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, অনেক নেতাকে সরকারিভাবে গানম্যান দেওয়া হয়েছে। তবে নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনের দায়িত্ব হবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। শুধু যাঁরা প্রকৃত অর্থে ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রে সীমিতভাবে বৈধ অস্ত্র রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, এটি দেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। অতীতের নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট ছাড়াই অনেকে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলে দেশ গভীর সংকটে পড়েছিল। পরিবর্তিত বাংলাদেশে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে নুর বলেন, এই নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে—সে লক্ষ্যেই এই নির্বাচন।
নিজের অনুভূতি প্রকাশ করে এ প্রার্থী বলেন, এই নির্বাচনে অংশ নিতে পারা আল্লাহর বিশেষ নিয়ামত। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করেন।
নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নুর বলেন, পটুয়াখালী-৩ আসনটি একটি পিছিয়ে পড়া এলাকা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন ও খেলার মাঠের সংকট রয়েছে। তরুণদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকেরা যেন সহজে সার ও কীটনাশক পান, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতা চলে আসছে। লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাঁর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মেছো বাঘ পিটিয়ে মেরে ফেলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যশোরের শার্শার বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কোটচাঁদপুর থানায় এ মামলা করেন।
২৮ মিনিট আগে
সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি দোকানভাড়ার টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।
৩৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোস্তফা হোসেন (৬৬) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা কলেজ বাজার ঈদগাপাড়া এলাকায় নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
অবশেষে প্রতীক বরাদ্দের পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াসির আরশাদ রাজন। ওই আসনে বিএনপির প্রার্থী দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাঁরা প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সন্তান।
১ ঘণ্টা আগে