Ajker Patrika

গভীর রাতে আগুনে পুড়ল অর্ধশত দোকান

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এর সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। পুড়ে যায় অন্তত ৫০টি দোকান, যার মধ্যে রয়েছে কাপড়, মুদি ও মুরগির দোকান।

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা

ভুক্তভোগী মা স্টোরের মালিক মো. জনি বলেন, ‘ঈদ সামনে রেখে গতকালই ঢাকা থেকে মাল এনেছিলাম। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পরেই খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান ছাই হয়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। আমি সরকারের সহায়তা কামনা করছি।’

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগরের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে সিরাজদিখান ও লৌহজংয়ের দুটি করে মোট ছয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত