নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাধারণ শিক্ষার্থী, কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের ক্ষোভ ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি চত্বরে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনী থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে একটি প্রদর্শনীর আয়োজন করে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামের এই প্রদর্শনীতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি স্থান পায়।
বিগত আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁদের মধ্যে ছয়জন মৃত্যুদণ্ডে এবং দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন। সাঈদী কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। অপর ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
আজ মঙ্গলবার টিএসসিতে প্রদর্শনীতে এই সাতজনের ছবি স্থান পাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা প্রদর্শনীর কাছে গিয়ে এসব ছবি রাখার প্রতিবাদ জানান, বিভিন্ন স্লোগান দেন। তাঁরা ছবিগুলো সরানোর দাবি জানান। এ সময় ছাত্রশিবিরের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন। এসব ছবি রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা টিএসসিতে যান। সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলোর দাবির মুখে তাঁরা বলেন, এসব ছবির বিষয়ে তাঁরা অবগত নন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই সাতজনের ছবি সরিয়ে দেন।
বাম ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে একটি বিবৃতিতে এসব ছবি স্থান দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, টিএসসি চত্বরে এসব ব্যক্তির ছবি টাঙিয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাসের প্রতি অবমাননা করা হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রশাসন দ্বিমুখী নীতি নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, শিবির ‘৭১ বনাম জুলাই দাঁড় করানোর চেষ্টা করছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আনামুল হাসান অনয় বলেন, যারা ‘৭১, ’৯০ কিংবা ২০২৪-এ পরাজিত হয়েছে, তারা ফিরে আসতে চাইলে ঢাবির ছাত্রসমাজ আজকের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।
তবে ছাত্রশিবির বলছে, তারা মনে করে, প্রদর্শনীতে যাঁদের ছবি ছিল, তাঁরা ‘বিচারিক হত্যাকাণ্ডের শিকার’। ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহিউদ্দিন খান বলেন, শাহবাগ থেকে যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, তা জুলাই-আগস্ট অভ্যুত্থান পর্বে পরাজিত হয়েছে। যে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ছিল, তাতে যাঁরা শিকার হয়েছেন, তাঁরাও ফ্যাসিবাদের শিকার।
ছবি প্রদর্শনের প্রতিবাদে রাত ৯টার দিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে মিছিল করে। একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সাধারণ শিক্ষার্থী, কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের ক্ষোভ ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি চত্বরে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনী থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে একটি প্রদর্শনীর আয়োজন করে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামের এই প্রদর্শনীতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি স্থান পায়।
বিগত আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁদের মধ্যে ছয়জন মৃত্যুদণ্ডে এবং দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন। সাঈদী কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। অপর ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
আজ মঙ্গলবার টিএসসিতে প্রদর্শনীতে এই সাতজনের ছবি স্থান পাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা প্রদর্শনীর কাছে গিয়ে এসব ছবি রাখার প্রতিবাদ জানান, বিভিন্ন স্লোগান দেন। তাঁরা ছবিগুলো সরানোর দাবি জানান। এ সময় ছাত্রশিবিরের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন। এসব ছবি রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা টিএসসিতে যান। সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলোর দাবির মুখে তাঁরা বলেন, এসব ছবির বিষয়ে তাঁরা অবগত নন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই সাতজনের ছবি সরিয়ে দেন।
বাম ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে একটি বিবৃতিতে এসব ছবি স্থান দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, টিএসসি চত্বরে এসব ব্যক্তির ছবি টাঙিয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাসের প্রতি অবমাননা করা হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রশাসন দ্বিমুখী নীতি নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, শিবির ‘৭১ বনাম জুলাই দাঁড় করানোর চেষ্টা করছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আনামুল হাসান অনয় বলেন, যারা ‘৭১, ’৯০ কিংবা ২০২৪-এ পরাজিত হয়েছে, তারা ফিরে আসতে চাইলে ঢাবির ছাত্রসমাজ আজকের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।
তবে ছাত্রশিবির বলছে, তারা মনে করে, প্রদর্শনীতে যাঁদের ছবি ছিল, তাঁরা ‘বিচারিক হত্যাকাণ্ডের শিকার’। ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহিউদ্দিন খান বলেন, শাহবাগ থেকে যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, তা জুলাই-আগস্ট অভ্যুত্থান পর্বে পরাজিত হয়েছে। যে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ছিল, তাতে যাঁরা শিকার হয়েছেন, তাঁরাও ফ্যাসিবাদের শিকার।
ছবি প্রদর্শনের প্রতিবাদে রাত ৯টার দিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে মিছিল করে। একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে