মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে আলোর ভুবন পাঠাগার। তাঁদের অধীনে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোর ভুবন নামে প্রায় ৫০টি পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছোট পরিসরে ২০টি সেলুন পাঠাগার গড়ে তোলা হয়েছে।
উদ্যোক্তারা বলছেন, কেউ যাতে অযথা বসে না থাকে, সে জন্য এই পাঠাগার গড়ে তোলা হয়েছে। সেখানে বিভিন্ন রকমের বই সাজানো আছে। প্রতিটি সেলুনে ৩০টির বেশি বই রাখা হয়েছে। প্রতি মাসেই সেগুলো পরিবর্তন করে নতুন বই রাখা হয়।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি পাঠাগারের উদ্বোধন করেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। জানা গেছে, পাঠকের আগ্রহের ওপর ভিত্তি করে সেলুন পাঠাগারের জন্য বই সংগ্রহ করা হয়।
মো. ফয়সাল আহম্মেদ নামে অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘সেলুন পাঠাগারের মাধ্যমে আমরা অনেক বই পড়তে পারছি। আগে পড়ার মতো অনেক বই খুঁজে পেতাম না। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা অলস সময়ে পাঠাগারে বসে বই পড়ার সুযোগ পাবে।’
সংশ্লিষ্টরা জানান, আলোর ভুবন পাঠাগার এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়েছে। পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম বলেন, ‘যা বেতন পেতাম পরিবারে জন্য ব্যয় করে তার সামান্য অর্থ রেখে দিয়ে বই কিনে রাখি। আস্তে আস্তে নিজের ইচ্ছায় কিন্ডারগার্টেন গড়ে তুলি। তারপর এলাকায় কয়েকজন বইপ্রেমী স্বেচ্ছাসেবীকে নিয়ে গড়ে তুলি পাঠাগার। আলোর ভুবন পাঠাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি সেলুন পাঠাগারে উদ্যোগ নিয়েছি।’ করোনার কারণে আপাতত ২০টি পাঠাগার করা হয়েছে।
খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ পারভেজ বলেন, ‘বর্তমান সময়ে পাঠাগার স্থাপন হচ্ছে, তা খুবই প্রশংসনীয়। ৫০টি পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে আলোকিত হবে নান্দাইল। অনেক শিক্ষার্থী মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এ পথ থেকে ফেরানোর মহৎ উদ্যোগ পাঠাগার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুকন উদ্দীন আহম্মেদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে। তাদের বই পড়ায় মনোযোগ বাড়াতে হবে। আলোর ভুবন পাঠাগার আলো ছড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, তাঁদের সাধুবাদ জানাই।’

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে আলোর ভুবন পাঠাগার। তাঁদের অধীনে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোর ভুবন নামে প্রায় ৫০টি পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছোট পরিসরে ২০টি সেলুন পাঠাগার গড়ে তোলা হয়েছে।
উদ্যোক্তারা বলছেন, কেউ যাতে অযথা বসে না থাকে, সে জন্য এই পাঠাগার গড়ে তোলা হয়েছে। সেখানে বিভিন্ন রকমের বই সাজানো আছে। প্রতিটি সেলুনে ৩০টির বেশি বই রাখা হয়েছে। প্রতি মাসেই সেগুলো পরিবর্তন করে নতুন বই রাখা হয়।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি পাঠাগারের উদ্বোধন করেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। জানা গেছে, পাঠকের আগ্রহের ওপর ভিত্তি করে সেলুন পাঠাগারের জন্য বই সংগ্রহ করা হয়।
মো. ফয়সাল আহম্মেদ নামে অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘সেলুন পাঠাগারের মাধ্যমে আমরা অনেক বই পড়তে পারছি। আগে পড়ার মতো অনেক বই খুঁজে পেতাম না। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা অলস সময়ে পাঠাগারে বসে বই পড়ার সুযোগ পাবে।’
সংশ্লিষ্টরা জানান, আলোর ভুবন পাঠাগার এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়েছে। পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম বলেন, ‘যা বেতন পেতাম পরিবারে জন্য ব্যয় করে তার সামান্য অর্থ রেখে দিয়ে বই কিনে রাখি। আস্তে আস্তে নিজের ইচ্ছায় কিন্ডারগার্টেন গড়ে তুলি। তারপর এলাকায় কয়েকজন বইপ্রেমী স্বেচ্ছাসেবীকে নিয়ে গড়ে তুলি পাঠাগার। আলোর ভুবন পাঠাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি সেলুন পাঠাগারে উদ্যোগ নিয়েছি।’ করোনার কারণে আপাতত ২০টি পাঠাগার করা হয়েছে।
খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ পারভেজ বলেন, ‘বর্তমান সময়ে পাঠাগার স্থাপন হচ্ছে, তা খুবই প্রশংসনীয়। ৫০টি পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে আলোকিত হবে নান্দাইল। অনেক শিক্ষার্থী মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এ পথ থেকে ফেরানোর মহৎ উদ্যোগ পাঠাগার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুকন উদ্দীন আহম্মেদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে। তাদের বই পড়ায় মনোযোগ বাড়াতে হবে। আলোর ভুবন পাঠাগার আলো ছড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, তাঁদের সাধুবাদ জানাই।’

পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
১ ঘণ্টা আগে