নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে, দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আমীর খসরু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের রাজনীতির সুযোগ বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।’
আমীর খসরু বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’
শেখ হাসিনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, তাঁরা রাজনীতি করবেন, ভোটে যাবেন না। তাঁরা রাজনীতি করবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন না। তাঁরা রাজনীতি করবেন তাঁদের মতো করে সমস্যা সমাধানের জন্য। জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছেন। দেশের মানুষকে বাইরে রেখে তিনি তাঁর মতো করে দেশ চালিয়েছেন।
বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি ১৮ মাসের মধ্যে দেব ইনশা আল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেব ইনশা আল্লাহ। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে, দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আমীর খসরু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের রাজনীতির সুযোগ বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।’
আমীর খসরু বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’
শেখ হাসিনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, তাঁরা রাজনীতি করবেন, ভোটে যাবেন না। তাঁরা রাজনীতি করবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন না। তাঁরা রাজনীতি করবেন তাঁদের মতো করে সমস্যা সমাধানের জন্য। জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছেন। দেশের মানুষকে বাইরে রেখে তিনি তাঁর মতো করে দেশ চালিয়েছেন।
বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি ১৮ মাসের মধ্যে দেব ইনশা আল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেব ইনশা আল্লাহ। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে