ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। শনিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে ওই সমিতির পরিচালক মো. মুকুলকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্রসদৃশ লাইটার, শত শত স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক মুকুল সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্প সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও উচ্চ সুদের লেনদেনে জড়িত ছিলেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিবগঞ্জ বাজার এলাকায় ওই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে মুকুলকে আটক করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয় ৪৭০ পিস ইয়াবা, ৬০০টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প, ৩০টি বিদেশি কয়েন, ছয়টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তলসদৃশ লাইটার। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র আড়ালে মুকুল স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে উচ্চহারে সুদের ব্যবসা করতেন। পাশাপাশি তার কার্যালয়ে নিয়মিত মাদক বেচাকেনাও চলত।
পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধারকৃত আলামতসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হস্তান্তরের পর মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। শনিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে ওই সমিতির পরিচালক মো. মুকুলকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্রসদৃশ লাইটার, শত শত স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক মুকুল সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্প সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও উচ্চ সুদের লেনদেনে জড়িত ছিলেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিবগঞ্জ বাজার এলাকায় ওই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে মুকুলকে আটক করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয় ৪৭০ পিস ইয়াবা, ৬০০টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প, ৩০টি বিদেশি কয়েন, ছয়টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তলসদৃশ লাইটার। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র আড়ালে মুকুল স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে উচ্চহারে সুদের ব্যবসা করতেন। পাশাপাশি তার কার্যালয়ে নিয়মিত মাদক বেচাকেনাও চলত।
পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধারকৃত আলামতসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হস্তান্তরের পর মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৩ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৮ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪২ মিনিট আগে