ফরিদপুর প্রতিনিধি

এক সপ্তাহ আগে মারা যান খোকা ব্যাপারী। ১৩ বছরের শিশু হুসাইন ব্যাপারী ধরে সংসারের হাল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সেই রিকশাই যেন কাল হলো তার। আজ শুক্রবার সকালে বাগানে মিলল লাশ।
সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরের পাশে মেহগনি গাছের বাগান থেকে শিশু হুসাইনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

এক সপ্তাহ আগে মারা যান খোকা ব্যাপারী। ১৩ বছরের শিশু হুসাইন ব্যাপারী ধরে সংসারের হাল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সেই রিকশাই যেন কাল হলো তার। আজ শুক্রবার সকালে বাগানে মিলল লাশ।
সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরের পাশে মেহগনি গাছের বাগান থেকে শিশু হুসাইনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে