ঢাবি সংবাদদাতা

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা। পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাঁদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মোড়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান করেন এবং তাঁদের পাঁচজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।
প্রতিনিধিরা স্মারকলিপি প্রদানের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত এই ২২৭ জন অফিসারের দুর্ভোগের কথা উল্লেখের পাশাপাশি ঈদের আগেই নিয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের মধ্য থেকে মো. হামিদুর রহমান নয়ন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করি। পুলিশ আমাদের কেবল থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটেনি। আলোচনার ভিত্তিতে আমাদের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবেন।’
তিনি তাঁদের দাবি নিয়ে বলেন, ‘এ বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফল পাইনি। আমরা এ নিয়ে গতকাল মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কারও কোনো সাড়া পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এ পদযাত্রা শুরু করি। স্মারকলিপিতে খুব দ্রুত এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে নিয়োগ নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা দাবি পেশ করেছি।’

বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি ভেতরে পাঠিয়েছি। তাঁদের জন্য অপেক্ষা করছি। প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা। পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাঁদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মোড়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান করেন এবং তাঁদের পাঁচজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।
প্রতিনিধিরা স্মারকলিপি প্রদানের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত এই ২২৭ জন অফিসারের দুর্ভোগের কথা উল্লেখের পাশাপাশি ঈদের আগেই নিয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের মধ্য থেকে মো. হামিদুর রহমান নয়ন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করি। পুলিশ আমাদের কেবল থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটেনি। আলোচনার ভিত্তিতে আমাদের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবেন।’
তিনি তাঁদের দাবি নিয়ে বলেন, ‘এ বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফল পাইনি। আমরা এ নিয়ে গতকাল মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কারও কোনো সাড়া পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এ পদযাত্রা শুরু করি। স্মারকলিপিতে খুব দ্রুত এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে নিয়োগ নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা দাবি পেশ করেছি।’

বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি ভেতরে পাঠিয়েছি। তাঁদের জন্য অপেক্ষা করছি। প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে