নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে