নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে