খুলনা প্রতিনিধি

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরলেও একাডেমিক কার্যক্রম চালু না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা।
আজ সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে সকাল সাড়ে ১০টায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। বৈঠকের পর শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, তাঁরা আগামীকাল সোমবার সভা করে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মন খারাপ।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আমাদেরও দাবি ছিল সব ঘটনার সুষ্ঠু বিচার হোক। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা লং প্রক্রিয়া। আমরা চাই ক্লাসও শুরু হোক, পাশাপাশি বিচারপ্রক্রিয়াও চলতে থাকুক। আমরা শিক্ষকদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইব। আমরা স্যারদের পা ধরে ইনডিভিজুয়্যালভাবে ক্ষমা চাইতে রাজি আছি।’
রাহাতুল ইসলাম বলেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে অন্যায়ভাবে যাঁরা ক্যাম্পাসে পলিটিকস ঢোকাতে চেষ্টা করেছেন, যাঁরা দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করেছেন, তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু ও ন্যায়বিচার হোক—এটা প্রত্যেক শিক্ষার্থীর দাবি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সাবেক ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার আগের সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষক সমিতি।

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরলেও একাডেমিক কার্যক্রম চালু না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা।
আজ সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে সকাল সাড়ে ১০টায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। বৈঠকের পর শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, তাঁরা আগামীকাল সোমবার সভা করে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মন খারাপ।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আমাদেরও দাবি ছিল সব ঘটনার সুষ্ঠু বিচার হোক। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা লং প্রক্রিয়া। আমরা চাই ক্লাসও শুরু হোক, পাশাপাশি বিচারপ্রক্রিয়াও চলতে থাকুক। আমরা শিক্ষকদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইব। আমরা স্যারদের পা ধরে ইনডিভিজুয়্যালভাবে ক্ষমা চাইতে রাজি আছি।’
রাহাতুল ইসলাম বলেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে অন্যায়ভাবে যাঁরা ক্যাম্পাসে পলিটিকস ঢোকাতে চেষ্টা করেছেন, যাঁরা দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করেছেন, তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু ও ন্যায়বিচার হোক—এটা প্রত্যেক শিক্ষার্থীর দাবি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সাবেক ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার আগের সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষক সমিতি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে