চট্টগ্রাম ও খুলনা নগরী
খুলনা প্রতিনিধি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি বাসাবাড়িসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
গতকাল বুধবার সকাল থেকে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি মোড়, মুরাদপুর, শুলকবহর, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, আতুরার ডিপো, রাহাত্তারপুল, বাকলিয়াসহ বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এই জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত থেকে প্রথমে হালকা, পরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। গতকাল বুধবারও মুষলধারার এই বৃষ্টি অব্যাহত ছিল। এতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বাসা থেকে বেরোতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল কম ছিল। কিছু কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়।
নগরের কাতালগঞ্জে বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা অলি আহমেদ বলেন, শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা কমে গেছে। কিন্তু টানা বৃষ্টিপাত হলে কাতালগঞ্জে জলাবদ্ধতা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে সড়কে পানির মধ্য দিয়ে কর্মস্থলে যেতে হয়।
নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় কর্মস্থল একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবেদ আমেরী জানান, অফিসে যাওয়ার রাস্তায় হাঁটুসমান পানি থাকায় বাড়তি রিকশাভাড়া দিয়ে রাস্তা পার হতে হয়েছে তাঁকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, জিইসি মোড়সহ বেশির ভাগ এলাকার পানি দ্রুত নেমে যায়। আগ্রাবাদ সিডিএ আবাসিক, পাঁচলাইশে হাজিপাড়াসহ কিছু এলাকায় সড়ক পানিতে ডুবে ছিল। ওই পানির ওপর দিয়ে পথচারীদের যাতায়াত করতে হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নগরীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বিভিন্ন বড় প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সিডিএর মেগা প্রকল্পসহ মোট চারটি প্রকল্পের মাধ্যমে নগরীর পানির নিষ্কাশন উন্নত করার কাজ চলছে। এর জন্য মোট বাজেট ধরা হয়েছে ১৪ হাজার ৩৯৯ কোটি টাকা।
এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে ৩৬টি খালের খনন ও সংস্কার; যার জন্য আলাদা বাজেট হিসেবে বরাদ্দ রয়েছে ৮ হাজার ৬২৬ কোটি টাকা। এই প্রকল্পের কাজের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে নগরীর কাতালগঞ্জ, পাঁচলাইশ ও মুরাদপুর এলাকায় অবস্থিত হিজড়া খালের খনন ও সংস্কারকাজ এখনো শেষ হয়নি। অন্যদিকে আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার বড় কারণ হিসেবে দায়ী করা হচ্ছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্টের ভেতরে জমে থাকা আবর্জনা ও ময়লা। বর্তমানে খালটির পরিষ্কার কাজ চলমান রয়েছে বলে সিডিএ জানিয়েছে।
ভারী বর্ষণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত
এদিকে, দুদিন ধরে টানা বর্ষণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে এই এলাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড, টুটপাড়া, বাস্তুহারা কলোনি, মুজগুন্নি, ময়ূর খালপাড়, নতুন বাজার চরবস্তি, মহিরবাড়ি খালপাড়, দোলখোলা, ইকবালনগর এলাকার নিচতলার বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল দিনব্যাপী থেমে থেমে ভারী বর্ষণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম কাকন জানান, টানা বৃষ্টিতে তাঁদের ওয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই দিনেও পানি না নামায় স্থানীয়রা বিড়ম্বনায় পড়েছেন।

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি বাসাবাড়িসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
গতকাল বুধবার সকাল থেকে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি মোড়, মুরাদপুর, শুলকবহর, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, আতুরার ডিপো, রাহাত্তারপুল, বাকলিয়াসহ বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এই জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত থেকে প্রথমে হালকা, পরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। গতকাল বুধবারও মুষলধারার এই বৃষ্টি অব্যাহত ছিল। এতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বাসা থেকে বেরোতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল কম ছিল। কিছু কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়।
নগরের কাতালগঞ্জে বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা অলি আহমেদ বলেন, শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা কমে গেছে। কিন্তু টানা বৃষ্টিপাত হলে কাতালগঞ্জে জলাবদ্ধতা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে সড়কে পানির মধ্য দিয়ে কর্মস্থলে যেতে হয়।
নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় কর্মস্থল একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবেদ আমেরী জানান, অফিসে যাওয়ার রাস্তায় হাঁটুসমান পানি থাকায় বাড়তি রিকশাভাড়া দিয়ে রাস্তা পার হতে হয়েছে তাঁকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, জিইসি মোড়সহ বেশির ভাগ এলাকার পানি দ্রুত নেমে যায়। আগ্রাবাদ সিডিএ আবাসিক, পাঁচলাইশে হাজিপাড়াসহ কিছু এলাকায় সড়ক পানিতে ডুবে ছিল। ওই পানির ওপর দিয়ে পথচারীদের যাতায়াত করতে হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নগরীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বিভিন্ন বড় প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সিডিএর মেগা প্রকল্পসহ মোট চারটি প্রকল্পের মাধ্যমে নগরীর পানির নিষ্কাশন উন্নত করার কাজ চলছে। এর জন্য মোট বাজেট ধরা হয়েছে ১৪ হাজার ৩৯৯ কোটি টাকা।
এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে ৩৬টি খালের খনন ও সংস্কার; যার জন্য আলাদা বাজেট হিসেবে বরাদ্দ রয়েছে ৮ হাজার ৬২৬ কোটি টাকা। এই প্রকল্পের কাজের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে নগরীর কাতালগঞ্জ, পাঁচলাইশ ও মুরাদপুর এলাকায় অবস্থিত হিজড়া খালের খনন ও সংস্কারকাজ এখনো শেষ হয়নি। অন্যদিকে আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার বড় কারণ হিসেবে দায়ী করা হচ্ছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্টের ভেতরে জমে থাকা আবর্জনা ও ময়লা। বর্তমানে খালটির পরিষ্কার কাজ চলমান রয়েছে বলে সিডিএ জানিয়েছে।
ভারী বর্ষণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত
এদিকে, দুদিন ধরে টানা বর্ষণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে এই এলাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড, টুটপাড়া, বাস্তুহারা কলোনি, মুজগুন্নি, ময়ূর খালপাড়, নতুন বাজার চরবস্তি, মহিরবাড়ি খালপাড়, দোলখোলা, ইকবালনগর এলাকার নিচতলার বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল দিনব্যাপী থেমে থেমে ভারী বর্ষণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম কাকন জানান, টানা বৃষ্টিতে তাঁদের ওয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই দিনেও পানি না নামায় স্থানীয়রা বিড়ম্বনায় পড়েছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে