নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
১৭ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে