নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’
এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’
এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২৯ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে