আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে