সম্পাদকীয়
আবদুল গাফ্ফার চৌধুরীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাঙালির হৃদয়তন্ত্রীতে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ অমর পঙ্ক্তিমালা, যার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। সাংবাদিক ও লেখক হিসেবে খ্যাতিমান এই মানুষটি গোটা জীবন কাটিয়েছেন লেখালেখি করেই। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি। আমৃত্যু কলম ছাড়েননি।
আবদুল গাফ্ফার চৌধুরীর গদ্যরীতি পাঠককে আকর্ষণ করত। রাজনৈতিক কলাম তাঁর কারণেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। তাঁর মতো রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পাওয়া কঠিন। জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জে। স্থানীয় মাদ্রাসায় এবং হাইস্কুলে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বাবার মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে বরিশালে গিয়ে ‘কংগ্রেস হিতৈষী’ পত্রিকায় কাজ শুরু করেন। বরিশাল শহরে তিনি কিছুদিন মার্ক্সবাদী দল আরএসপির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৪৯ সালে ‘সওগাত’ পত্রিকায় তাঁর প্রথম গল্প ছাপা হয়। এরপর ঢাকায় তিনি কর্মজীবন শুরু করেন ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় যোগ দিয়ে। এরপর একে একে কাজ করেছেন দৈনিক সংবাদ, মিল্লাত, ইত্তেফাক, আজাদ, পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায়। ১৯৫৩ সালে মাসিক ‘সওগাত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন তিনি। তিনি মাসিক ‘নকীব’-এর সম্পাদক এবং ‘দিলরুবা’ পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৫৬ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হন। তিনি সাহিত্য পত্রিকা ‘মেঘনা’ এবং রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’-এর সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নিবন্ধিত প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
‘দৈনিক জনপদ’-এর সম্পাদক থাকাকালীন ১৯৭৪ সালের অক্টোবরে স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান। এর পর থেকেই তাঁর প্রবাসজীবনের শুরু।
‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’ এবং নাটক ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’সহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩০টির মতো।
আবদুল গাফ্ফার চৌধুরী ২০২২ সালের ১৯ মে লন্ডনে মৃত্যুবরণ করেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাঙালির হৃদয়তন্ত্রীতে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ অমর পঙ্ক্তিমালা, যার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। সাংবাদিক ও লেখক হিসেবে খ্যাতিমান এই মানুষটি গোটা জীবন কাটিয়েছেন লেখালেখি করেই। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি। আমৃত্যু কলম ছাড়েননি।
আবদুল গাফ্ফার চৌধুরীর গদ্যরীতি পাঠককে আকর্ষণ করত। রাজনৈতিক কলাম তাঁর কারণেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। তাঁর মতো রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পাওয়া কঠিন। জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জে। স্থানীয় মাদ্রাসায় এবং হাইস্কুলে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বাবার মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে বরিশালে গিয়ে ‘কংগ্রেস হিতৈষী’ পত্রিকায় কাজ শুরু করেন। বরিশাল শহরে তিনি কিছুদিন মার্ক্সবাদী দল আরএসপির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৪৯ সালে ‘সওগাত’ পত্রিকায় তাঁর প্রথম গল্প ছাপা হয়। এরপর ঢাকায় তিনি কর্মজীবন শুরু করেন ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় যোগ দিয়ে। এরপর একে একে কাজ করেছেন দৈনিক সংবাদ, মিল্লাত, ইত্তেফাক, আজাদ, পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায়। ১৯৫৩ সালে মাসিক ‘সওগাত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন তিনি। তিনি মাসিক ‘নকীব’-এর সম্পাদক এবং ‘দিলরুবা’ পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৫৬ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হন। তিনি সাহিত্য পত্রিকা ‘মেঘনা’ এবং রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’-এর সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নিবন্ধিত প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
‘দৈনিক জনপদ’-এর সম্পাদক থাকাকালীন ১৯৭৪ সালের অক্টোবরে স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান। এর পর থেকেই তাঁর প্রবাসজীবনের শুরু।
‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’ এবং নাটক ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’সহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩০টির মতো।
আবদুল গাফ্ফার চৌধুরী ২০২২ সালের ১৯ মে লন্ডনে মৃত্যুবরণ করেন।
আমাদের দেশে প্রচলিত যে সাক্ষাৎকারের প্র্যাকটিস তাতে আমি খুবই হতাশ ছিলাম। অধিকাংশ সাক্ষাৎকার একটা নিস্পৃহ প্রশ্ন উত্তর পর্ব, যেন জেরা করা হচ্ছে। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি খুবই সামান্য হোমওয়ার্ক করে এসেছেন। তো এসব হতাশা
৪ দিন আগে১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষাশহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের ১২ নম্বর ব্যারাকের পাশে নির্মাণ করা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি। এখানেই প্রথম শহীদ বরণ করেছিলেন শাহাদাত। এই স্মৃতিস্তম্ভের নকশা করেছিলেন সাঈদ হায়দার।
৪ দিন আগেতৃতীয় দিনে বইমেলার প্রবেশমুখে মানুষের উপচে পড়া ভিড়। এদিন প্রবেশমুখে ফিরেছে শৃঙ্খলাও। তল্লাশি করে সবাইকে ঢুকতে দিচ্ছে পুলিশ, তবে কিছুটা ঢিলেঢালা। গেটে মানুষের লম্বা সারি দেখে মনে হয়, বেচাবিক্রি জমে উঠেছে নিশ্চয়। কিন্তু মেলার মাঠে ঢুকে কেমন যেন খাপছাড়া লাগে সব। স্টলগুলোর বেশির ভাগই ফাঁকা।
৬ দিন আগেএবারের মেলায় একটা ব্যতিক্রম চোখে পড়ছে শুরুর দিন থেকে। প্রতিবছর প্রকাশনীগুলো পরিচিত ও জনপ্রিয় লেখকদের বড় বড় ছবি ব্যবহার করেন স্টল প্যাভিলিয়নের সামনে, ভেতরে, ওপরে। এবার সেটা অনেকটাই কম। তবে এই ব্যতিক্রমের মাঝেও একজন লেখক আছেন যথারীতি স্বমহিমায়। তিনি হুমায়ূন আহমেদ। তাঁর বই আছে এমন সব প্রকাশনীই তাঁর বিশ
৭ দিন আগে