সম্পাদকীয়

হাসান হাফিজুর রহমান একাধারে কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, সাংবাদিক, সমালোচক এবং সাহিত্য-সংস্কৃতি সংগঠক ছিলেন। ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে তাঁর জন্ম। পৈতৃক বাড়ি ছিল জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
১৯৩৮ সালে ঢাকার নবকুমার স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। বাবার বদলির কারণে সিংজানী হাইস্কুলে পড়াশোনা করেন। এরপর ১৯৪৬ সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা না দিয়ে পাসকোর্সে বিএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। এখান থেকেই ১৯৫৫ সালে বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
তাঁর পেশাজীবন খুব বৈচিত্র্যময় ছিল। ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর তিনি একাধারে সওগাত, ইত্তেহাদ ও দৈনিক পাকিস্তানে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর দৈনিক বাংলায় সম্পাদকমণ্ডলীর সভাপতি নিযুক্ত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ১৯৫৭-১৯৬৪ সাল পর্যন্ত জগন্নাথ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ১৯৭৩ সালে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন।
তিনি সাহিত্যপত্র ‘সমকাল’ পত্রিকার সিকান্দার আবু জাফরের সহযোগী ছিলেন। ডাকসুর সাহিত্য সম্পাদক এবং সংস্কৃতি সংসদের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানি শাসক চক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন।
দাঙ্গাবিরোধী একমাত্র ঐতিহাসিক গল্প সংকলন ‘দাঙ্গার পাঁচটি গল্প’, একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এবং তাঁর সম্পাদনায় ১৬ খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ প্রকাশিত হয়।
তাঁর মৌলিক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বিমুখ প্রান্তর’, ‘আধুনিক কবি ও কবিতা’, ‘সীমান্ত শিবিরে’, ‘মূল্যবোধের জন্যে’, ‘যখন উদ্যত সঙ্গীন’, ‘সাহিত্য প্রসঙ্গ’ প্রভৃতি।
১৯৮৩ সালের ১ এপ্রিল মস্কোয় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসান হাফিজুর রহমান একাধারে কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, সাংবাদিক, সমালোচক এবং সাহিত্য-সংস্কৃতি সংগঠক ছিলেন। ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে তাঁর জন্ম। পৈতৃক বাড়ি ছিল জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
১৯৩৮ সালে ঢাকার নবকুমার স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। বাবার বদলির কারণে সিংজানী হাইস্কুলে পড়াশোনা করেন। এরপর ১৯৪৬ সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা না দিয়ে পাসকোর্সে বিএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। এখান থেকেই ১৯৫৫ সালে বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
তাঁর পেশাজীবন খুব বৈচিত্র্যময় ছিল। ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর তিনি একাধারে সওগাত, ইত্তেহাদ ও দৈনিক পাকিস্তানে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর দৈনিক বাংলায় সম্পাদকমণ্ডলীর সভাপতি নিযুক্ত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ১৯৫৭-১৯৬৪ সাল পর্যন্ত জগন্নাথ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ১৯৭৩ সালে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন।
তিনি সাহিত্যপত্র ‘সমকাল’ পত্রিকার সিকান্দার আবু জাফরের সহযোগী ছিলেন। ডাকসুর সাহিত্য সম্পাদক এবং সংস্কৃতি সংসদের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানি শাসক চক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন।
দাঙ্গাবিরোধী একমাত্র ঐতিহাসিক গল্প সংকলন ‘দাঙ্গার পাঁচটি গল্প’, একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এবং তাঁর সম্পাদনায় ১৬ খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ প্রকাশিত হয়।
তাঁর মৌলিক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বিমুখ প্রান্তর’, ‘আধুনিক কবি ও কবিতা’, ‘সীমান্ত শিবিরে’, ‘মূল্যবোধের জন্যে’, ‘যখন উদ্যত সঙ্গীন’, ‘সাহিত্য প্রসঙ্গ’ প্রভৃতি।
১৯৮৩ সালের ১ এপ্রিল মস্কোয় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এখন আর যাই থাক বা না থাক দ্রোহ বা বিপ্লব বলে কিছু নেই। শুধু বাংলাদেশে নয়, দুনিয়া থেকেই এই প্রক্রিয়া বা মানুষের ত্যাগের ইতিহাস বিলুপ্ত প্রায়। আমাদের যৌবন পর্যন্ত আমরা জানতাম যাঁরা দেশ ও মানুষকে ভালোবেসে আত্মদান করেন তাঁরা অমর।
২ দিন আগে
আমি সক্রিয় ছাত্ররাজনীতিতে জড়িত হই ১৯৮২ সালের মার্চে; জেনারেল এরশাদের জবরদস্তিমূলক রাষ্ট্রক্ষমতা দখলের পরপর, বিশেষত ক্ষমতা জবরদখলের পর প্রথম হুমকিমূলক একটি ঘোষণা প্রচারের পর। যে ঘোষণায় বলা হয়েছিল, ‘আকারে ইঙ্গিতে, আচারে-উচ্চারণে সামরিক শাসনের সমালোচনা করলেও সাত বছরের সশ্রম কারাদণ্ড হবে।’ বুঝুন অবস্থা।
৩ দিন আগে
পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ৪০০ বছরের ঐতিহ্য জোড়বাংলা মন্দির। মন্দিরটির নির্মাণকালের সঠিক কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায় না। তবে রাধারমণ সাহা রচিত পাবনা জেলার ইতিহাস গ্রন্থ অনুযায়ী, মুর্শিদাবাদের নবাবের তহশিলদার ব্রজমোহন...
৪ দিন আগে
খবরটা প্রথমে টাচ করেনি। চলে গেলেন বেলা টার—এই বাক্যটা যেন একটু দেরিতে চৈতন্যে এসে ঠেকল। তারপর মনে হলো, এই মানুষ তো সময়কে থোড়াই কেয়ার করেছেন, লেন্সের সামনে সময়কে দাঁড় করিয়ে সব তরিকায় অপদস্থ করেছেন। তাঁর মৃত্যুর খবর হজম হতে কিছুটা সময় নেওয়াই বরং স্বাভাবিক।
৬ দিন আগে