ভোলা প্রতিনিধি

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে