নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। যাত্রীদের পাশাপাশি চালকও এতে আহত হচ্ছেন। এ ঘটনা এড়াতে ট্রেনের জানালায় তারের জাল (নেট) বসানোর সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার রেল ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত নয় মাসে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি। এসব ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। পাথর নিক্ষেপে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি। সবশেষ গত মঙ্গলবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামের এক হকার আহত হন।
গতকাল বুধবার বিকেলে রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ঢিল ছোড়া রোধ করতে পদক্ষেপ গ্রহণ বিষয়ে এক সভা হয়। সেখানে সভায় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপপ্রবণ এলাকা হিসেবে রেলওয়ের পূর্বাঞ্চলের ও পশ্চিমাঞ্চলের কিছু জেলাকে চিহ্নিত করা হয়েছে। পূর্বাঞ্চলের পাথর নিক্ষেপপ্রবণ এলাকাগুলো হলো সিএমপি চট্টগ্রাম, চট্টগ্রাম, ফেনী, সিলেট এবং নরসিংদী জেলা। পশ্চিমাঞ্চলের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট এবং খুলনা জেলা।
সভায় উপস্থিত থাকা কর্মকর্তারা জানিয়েছেন, পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যমে এ বিষয়ে আরও প্রচার বাড়ানো হবে।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানো হবে। মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকদের এর সঙ্গে যুক্ত করা হবে। তা ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সবাইকে এর ক্ষতি সম্পর্কে জানাতে হবে।
এসব বিষয়ে আগামী ৩ অক্টোবর রোববার রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে করবেন বলে সভা সূত্রে জানা গেছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। যাত্রীদের পাশাপাশি চালকও এতে আহত হচ্ছেন। এ ঘটনা এড়াতে ট্রেনের জানালায় তারের জাল (নেট) বসানোর সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার রেল ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত নয় মাসে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি। এসব ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। পাথর নিক্ষেপে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি। সবশেষ গত মঙ্গলবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামের এক হকার আহত হন।
গতকাল বুধবার বিকেলে রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ঢিল ছোড়া রোধ করতে পদক্ষেপ গ্রহণ বিষয়ে এক সভা হয়। সেখানে সভায় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপপ্রবণ এলাকা হিসেবে রেলওয়ের পূর্বাঞ্চলের ও পশ্চিমাঞ্চলের কিছু জেলাকে চিহ্নিত করা হয়েছে। পূর্বাঞ্চলের পাথর নিক্ষেপপ্রবণ এলাকাগুলো হলো সিএমপি চট্টগ্রাম, চট্টগ্রাম, ফেনী, সিলেট এবং নরসিংদী জেলা। পশ্চিমাঞ্চলের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট এবং খুলনা জেলা।
সভায় উপস্থিত থাকা কর্মকর্তারা জানিয়েছেন, পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যমে এ বিষয়ে আরও প্রচার বাড়ানো হবে।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানো হবে। মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকদের এর সঙ্গে যুক্ত করা হবে। তা ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সবাইকে এর ক্ষতি সম্পর্কে জানাতে হবে।
এসব বিষয়ে আগামী ৩ অক্টোবর রোববার রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে করবেন বলে সভা সূত্রে জানা গেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫