ঢাবি প্রতিনিধি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’
এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’
এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১৭ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে