Ajker Patrika

বিদ্যা বালান নাকি মাধুরী মঞ্জুলিকা কে

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৪: ৫৮
বিদ্যা বালান নাকি মাধুরী মঞ্জুলিকা কে

২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।

গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।

এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ