নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।
উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।
সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।
উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।
সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে