নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’
রেজাউল করিম আরও বলেন, ‘এই ভবন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়তে দেখেছি আমরা। সবাইকে অনুরোধ করব পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার জন্য। অন্যথায় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।’
আগুন নেভানো এখন প্রধান লক্ষ্য উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’
এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’
রেজাউল করিম আরও বলেন, ‘এই ভবন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়তে দেখেছি আমরা। সবাইকে অনুরোধ করব পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার জন্য। অন্যথায় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।’
আগুন নেভানো এখন প্রধান লক্ষ্য উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’
এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে