নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী পরশু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাবর আজম-নাজমুল হোসেন শান্তদের লড়াই। দুই দিন আগেই পেস আক্রমণে ঠাসা একাদশ ঘোষণা করেছে পিসিবি।
আবরার আহমেদকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়ার পর অনেকটা স্পষ্ট হয়ে যায়, চার পেসার নিয়েই একাদশ গড়বে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী—এই চার পেসারকে নিয়েই প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। স্পিন আক্রমণ বলতে অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন পেসারদের সঙ্গে ঘূর্ণি জাদুর দায়িত্ব নিতে।
রাওয়ালপিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, পেস সহায়ক উইকেটই হবে। তবে ব্যাটিং সহায়ক হবে। হাথুরু বললেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে-সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে বেশ শক্তিশালী বলা যায়—আব্দুল্লাহ শফিকের সঙ্গে ওপেনিং করবেন সায়েম আইয়ুব। অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে মিডল অর্ডার।
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান:
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী পরশু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাবর আজম-নাজমুল হোসেন শান্তদের লড়াই। দুই দিন আগেই পেস আক্রমণে ঠাসা একাদশ ঘোষণা করেছে পিসিবি।
আবরার আহমেদকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়ার পর অনেকটা স্পষ্ট হয়ে যায়, চার পেসার নিয়েই একাদশ গড়বে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী—এই চার পেসারকে নিয়েই প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। স্পিন আক্রমণ বলতে অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন পেসারদের সঙ্গে ঘূর্ণি জাদুর দায়িত্ব নিতে।
রাওয়ালপিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, পেস সহায়ক উইকেটই হবে। তবে ব্যাটিং সহায়ক হবে। হাথুরু বললেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে-সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে বেশ শক্তিশালী বলা যায়—আব্দুল্লাহ শফিকের সঙ্গে ওপেনিং করবেন সায়েম আইয়ুব। অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে মিডল অর্ডার।
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান:
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে